অ্যাগেইন্সটদ্যওয়েস্ট’ নামের একদল হ্যাকার দাবি করেছেন, তারা টিকটক হ্যাক করে ব্যবহারকারীদের তথ্য এবং অ্যাপের সোর্স কোড সংগ্রহ করেছেন। কিন্তু হ্যাকারদের এ দাবি অস্বীকার করেছে টিকটক কর্তৃপক্ষ।
দ্য ভার্জের এক প্রতিবেদনে হ্যাক হওয়ার ঘটনা অস্বীকার করে টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, টিকটকে নিরাপত্তা ত্রুটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেসব তথ্য পোস্ট করা হয়েছে, সেগুলো ব্যবহারকারীদের সাধারণ তথ্য, যা সবাই দেখতে পারেন।
তিনি আরও জানান, আমরা নিশ্চিত হয়েছি টিকটকের সিস্টেম, নেটওয়ার্ক বা তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে তথ্যগুলো সংগ্রহ করা হয়নি। আর তাই ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য কোনো উদ্যোগ নিতে হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, টিকটক সার্ভার থেকে ডেটা হ্যাক হয়েছে। ২০০ কোটির বেশি গ্রাহকের তথ্য প্রকাশ্যে এসেছে। হ্যাক হওয়া এই ডেটার সাইজ প্রায় ৭৯০ জিবি।
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে বর্তমানে খুবই জনপ্রিয় টিকটক। এই অ্যাপের জন্য মজার ভিডিও তৈরি করে তারকাও বনে গেছেন অনেকে। এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে ১০০ কোটিরও বেশিবার নামানো হয়েছে টিকটক অ্যাপ।