ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়’    গাজীপুরে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত    বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি    হরতাল-অবরোধের জন্য প্রস্তুত থাকেন: গয়েশ্বর    আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন    ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস    বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২    ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ    রাজ কে তালাকনামা পাঠিয়েছেন পরী    কম খরচের বিয়ে টেকে বেশিদিন, গবেষণা যা বলে    সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস    গোমস্তাপুরে ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন    হাতিয়ায় জোয়ারের স্রোতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ    কমছেনা ডিমের দাম, দিশেহারা সাধারণ মানুষ    নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার

রুই, কাতলা, ইলিশের পাশাপাশি আইড় মাছও অনেকের পছন্দের তালিকায় থাকে। সাধারণত কালিয়া কিংবা ঝোল করেই খাওয়া হয়। তবে এই মাছের চিরচারিত স্বাদে কিছুটা বদল আনতে বানিয়ে ফেলতে পারেন আইড় মাছের তাওয়া ফ্রাই। চলুন জেনে নিই তাওয়া ফ্রাই করার রেসিপিটি-

উপকরণ

১. আইড় মাছের ফিলে- দেড় ইঞ্চি পিস করে কাটা

২. পুদিনা পাতা- আধ কাপ

৩. ধনেপাতা- ১ কাপ
৪. লেবুর রস- ১ টেবিল চামচ
৫. আদা, রসুন বাটা- ১ টেবিল চামচ
৬. কাঁচা মরিচ- ৪টি
৭. পানি ঝরানো দই- আধা কাপ
৮. তেল- ১ টেবিল চামচ
৯. গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ
১০. লবণ- স্বাদ মতো
১১. ময়দা- ১ কাপ

প্রণালি

মাছের টুকরোগুলো লেবুর রস, আদা, রসুন বাটা দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন।

কাঁচা মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন।

এই মিশ্রণের সঙ্গে দই, তেল ও মরিচ গুঁড়ো আর লবণ একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।

একটি পাত্রে ময়দা নিন। ফিলেগুলো ময়দায় উল্টেপাল্টে অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন।

নন-স্টিক প্যানে তেল গরম করুন। মাছ দিয়ে উল্টে-পাল্টে দু’পাশ মুচমুচে করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন:

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

%d bloggers like this: