আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগের কার্যালয় থেকে তার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।
খুলনা বিভাগে মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় তৃতীয় দিনের মতো বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য হন মাশরাফী বিন মোর্ত্তজা।
তারই ধারাবাহিকতায় এবারও একই আসনে নির্বাচন করছেন তিনি। এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০,
মাগুরা-১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাকিব আল হাসান।
আরও পড়ুন :
- বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির
- রাজধানীর মিরপুরে বিআরটিসি’র বাসে আগুন
- মনোনয়নপত্র কিনলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
- সাবেক মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ
- আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু তৃতীয় দিনের মত
- রাষ্ট্রদূতরা নির্বাচনের আগে বেশি কথা বলেন, তাদের উসকানিতে জ্বালাও-পোড়াও: জয়
- আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল হক টিপু নৌকা প্রতীক এর ফরম সংগ্রহ করেছেন