ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   শেখ হাসিনা ৭৭ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল    ‘এখন আর নীরব থাকার সুযোগ নাই’ : মির্জা ফখরুল    দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ

আগামীকাল বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ বাস মালিক-শ্রমিক নেতারা। একই সাথে টাঙ্গাইল বাস মালিক সমিতির কোনোও বাস সিরাজগঞ্জের ওপর দিয়ে উত্তরাঞ্চলে চলাচল করতে পারবে না বলেও জানান তারা।

বুধবার (১৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন,

‘টাঙ্গাইল মালিক সমিতির নেতা তুষারের মালিকানাধীন নিবির পরিবহণ নামের একটি বাস দীর্ঘদিন ধরে রাজশাহীতে চলাচল করে।’

‘সিরাজগঞ্জ মালিক সমিতির সঙ্গে কোনও আলোচনা না করে গত কয়েক মাসে তিনি আরও একটি গাড়ি অবৈধভাবে এই রুটে চালানো শুরু করেন। এ কারণে আমরা ওই গাড়িটি ফিরিয়ে দেই।’

‘মঙ্গলবার নির্জনা পরিবহণ নামের সিরাজগঞ্জের একটি বাস বিয়ের রিজার্ভ ভাড়া নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।’

‘এ সময় এলেঙ্গা ও টাঙ্গাইল বাইপাসের দুই স্থানে থামিয়ে তুষার নিজে উপস্থিত থেকে নির্জনা বাসের চালক ও সহকারীকে মারধর করেন।’

‘বিষয়টি মীমাংসার জন্য টাঙ্গাইল মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনও সাড়া পাইনি।’

সুলতান তালুকদার আরও বলেন,

‘এ ঘটনার জেরে সিরাজগঞ্জ মালিক-শ্রমিক সংগঠনের জরুরি মিটিং ডাকা হয়।’

‘সেখানে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার ভোর থেকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

‘সেই সঙ্গে টাঙ্গাইল মালিক সমিতির কোনও বাস সিরাজগঞ্জের ওপর দিয়ে উত্তরাঞ্চলে চলতে দেওয়া হবে না।’

প্রসঙ্গত, বিনা অনুমতিতে একটি বাস চলাচলকে কেন্দ্র করে গতকাল টাঙ্গাইলে দুই শ্রমিককে মারধর করেন ‘নিবির পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের মালিক। সেই ঘটনার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এনএএন টিভি


One Reply to “আগামীকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

%d bloggers like this: