আগের দামেই টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা জায়ান্ট টেসলা এবং স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ারের দাম বেড়েছে ২২ শতাংশ।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দেয়া এক ফাইলিং-এ জানানো হয়, ইতোমধ্যে ইলন মাস্কের কাছ থেকে এ সংক্রান্ত চিঠি পেয়েছে টুইটার। সেটা অনুযায়ী ৪৪ বিলিয়ন ডলারেই সোশ্যাল মিডিয়াটি কিনতে চাচ্ছেন তিনি। এরপর টুইটারের প্রতি শেয়ার ৫৪ ডলার ২০ সেন্টে বিক্রি হয়েছে।
গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। তবে ৫ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া অভিযোগ তুলে জুলাইয়ে চুক্তি থেকে সরে আসেন তিনি। এরপর তার বিরুদ্ধে মামলা করে টুইটার।
ইতোমধ্যে যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকদিন পর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ প্রস্তাব দিলেন ইলন মাস্ক। সমালোচকরা বলছেন, মামলায় হার নিশ্চিত বুঝতে পেরে এ পথে হেঁটেছেন তিনি। যদিও মার্কিন ধনকুবেরও পাল্টা মামলা করেছিলেন।