ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কমপক্ষে ২৬৭ জন মানুষ আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে-এলাকার চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে অন্তত ২৭৬ জন আহত হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়াই শহরের কাছে। খোয়াই মেডিকেল ইমার্জেন্সি সার্ভিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৬৮ জন সামান্য হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন।’
One Reply to “ইরানে উত্তর-পশ্চিম অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, আহত ২৬৭”
Comments are closed.