শিশু থেকে বয়স্ক সকলের জন্মসনদ বা নিবন্ধনের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় অনেকের একাধিক জন্মসনদ থাকে, তবে এবার যাদের অনলাইনে একাধিক জন্মনিবন্ধন রয়েছে তাদের জন্য নতুন একটি নিয়ম করেছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, যাদের অনলাইনে একাধিক জন্মনিবন্ধন রয়েছে তারা সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।
গত ৫ জুলাই নতুন এই নিয়ম জানিয়ে সারা দেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে,
‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’। এ সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
নতুন নিয়ম নিয়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ বাতিলের অনুমোদন প্রক্রিয়া’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়েছে,
জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে।
এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।
এর আগের নিয়মে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করা যেতো।
কিন্তু নতুন এ নিয়মের ফলে এখন প্রথমটি রাখার বাধ্যবাধ্যকতা রইল না।
নিজের সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে অন্যগুলো বাতিল করা যাবে।
আরও পড়ুন:
- একটি ফ্যানে দুইটি ওড়নায় ঝুলছিলো স্বামী-স্ত্রীর মরদেহ
- ‘মহানায়ক সম্মাননা’ নিয়ে শ্রাবন্তীকে কটাক্ষ!
- ফোনে ডেকে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা
- হাজার চিকিৎসকদের ধর্মঘট ইসরায়েলে
- মাটিরাঙ্গায় গুলিবিদ্ধ দুই পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার
- আরব থেকে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ হাজি
- হজ শেষে দেশে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ জন হাজি, মৃত্যু ১১৭
One Reply to “একাধিক জন্মসনদ বাতিলে নতুন নিয়ম করলো সরকার”
Comments are closed.