প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ও কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে চিয়াংশি প্রদেশে বসবাসরত বাংলাদেশিদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন।
সাপ্তাহিক ছুটির দিনে চিয়াংশি প্রদেশের রাজধানী নানচাং শহরে অবস্থিত ইয়াওহু বারবিকিউ ইকোলজিক্যাল গার্ডেনে, ব্যবসায়ী মো. শামীম শেখ ও মো. জয় হোসেইনের সার্বিক সহযোগিতায়, ‘বাংলাদেশি কমিউনিটি ইন চিয়াংশি প্রভিন্স’ এর উদ্যোগে বার্ষিক এই বনভোজন হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন- ইমতিয়াজ আহমেদ, সৈয়দ মোহাম্মদ ফাহিম, মো. আকবর হোসেন, মো. রুমন হোসেন, রাকিনুল ইসলাম নিশান, শাকিল খানসহ অন্যান্য প্রবাসীরা।
দিনের শুরুতেই ইয়াওহু বাংলাদেশি শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা কেউ একা আবার কেউ দলবেঁধে উপস্থিত হতে থাকেন। বনভোজনের স্থানটি বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতিতে ইয়াওহু লেকের একটি অংশে সৃষ্টি হয় যেন এক টুকরো বাংলাদেশ।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল, খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা সভা, লাকি কুপন ড্র, চা–নাশতা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
প্রবাসীদের এই মিলনমেলা শুধু মনের খোরাকই জোগায় না, দেয় অনাবিল শান্তি আর শক্ত করে বিদেশের মাটিতে ভ্রাতৃত্বের বন্ধন। এই ধারা বজায় থাকুক, এমন প্রত্যাশা নিয়েই এবারের পিকনিক সফলভাবে শেষ হয়।