পশ্চিমাদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে মাথা ঘামায়।
আজকে বিশ্ব কোথায়? কী হচ্ছে ফিলিস্তিনে, কী করতে পারল জাতিসংঘ?
কী করতে পারল আমেরিকা, কী করতে পারল ইউরোপ?
ইউক্রেন জ্বলছে, কী করল ইউরোপ? আর বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে এত মাথাব্যথা কেন? আমি এসবের উত্তর দিতে রাজি না।’
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বুধবার রাতে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন,
‘ইউরোপ–আমেরিকা নিয়ে অনেক কথা হয়েছে। চিঠি চালাচালি হয়েছে।
কখনো ভগবান আসে, কখনো অবতার আসে, এসব অনেক শুনেছি।’
বিএনপিবিহীন নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না আর গ্রহণযোগ্য না হলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কি না,
এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,
‘আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট এখনো বলছেন নির্বাচনে কারচুপি হয়েছে,
আজ পর্যন্ত নির্বাচনের ফলাফল মেনে নেননি তিনি। কাজেই এসব প্রশ্ন করে লাভ নেই।
ওদের বেলায় ঠিক আছে, আমাদের বেলায় সমস্যা। আজও কি বলেছেন ট্রাম্প যে তিনি বাইডেনকে মানেন?
আরেকটা নির্বাচন সামনে। গণতন্ত্রের ভেতরে দোষত্রুটি সব জায়গায় আছে। পারফেক্ট কেউ না।’
আরও পড়ুন :