নেত্রকোনার-কলমাকান্দা সড়কের বাহাদুরকান্দা এলাকায় আহত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকা এক বৃদ্ধকে (৬৫) ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার করে কলমাকান্দা থানার পুলিশ।
শনিবার রাতে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কয়েক ঘণ্টা পরই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত বৃদ্ধ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বেহইজুরা গ্রামের মৃত কাছম আলীর ছেলে জুলহাস উদ্দিন।
মানসিক ভারসাম্যহীনভাবে ঘোরাঘুরি করতেন বলে স্থানীয়রা জানায়।
পুলিশ ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, বৃদ্ধ জুলহাস উদ্দিন ১০-১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন।
গত ছয় মাস ধরে তার মানসিক অবস্থা আরও অবনতি হলে বিভিন্ন সময় তিনি উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করতেন।
কলমাকান্দা সদর ইউনিয়নের বাবনী গ্রামে তার ফুপাতো ভাই মানিক মিয়ার বাড়ি। ১০-১৫ দিন আগে তিনি তাদের বাড়িতে গিয়েছিলেন।
কিন্তু সেখানেও তিনি থাকেননি।
তবে আশপাশ এলাকাতেই তিনি ঘোরাফেরা করতেন।
শনিবার রাতে বাহাদুরকান্দা এলাকায় বিবস্ত্র জুলহাস উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা ৯৯৯-এ ফোন দেন।
ফোন পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
তবে সড়ক দুর্ঘটনা কি না, তা কেউ নিশ্চিত বলতে পারেছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল জানান,
গুরুতর আহত অবস্থায় জুলহাস উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মাথায় ও কোমরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে শনিবার রাতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :