রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব (১৭) নিজের মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে তাকে সুইচ গিয়ার চাকু দিয়ে জখম করে ছিনতাইকারীরা। এতে রাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় সোমবার (১৭ জুলাই) রাতে নিহত রাকিবের পরিবার বাদী হয়ে ধানমন্ডি মডেল থানার একটি মামলা (নং-১৬) দায়ের করেন।
পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. ইকবাল (১৬), মো. সুমন ভুইয়া ওরফে বড় সুমন (২৫) ও মো. সুমন ওরফে কালু সুমন ওরফে ছোট সুমন (১৪)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্যাটারিচালি একটি রিকশা ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,
রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাকিব ও তার বন্ধু রাইয়ান চা পান করতে যায়।
চা পান করে মিরপুর রোড সংলগ্ন শেখ জামাল মাঠের পূর্বপাশে নার্সারির সামনে ফুটপাতের ওপর দিয়ে হেঁটে বাসায় ফিরছিল রাকিব।
এমন সময় কয়েকজন ছিনতাইকারী রাকিব ও রাইয়ানের ওপর হামলা করে।
তারা প্রথমেই রাকিবের বন্ধু রাইয়ানকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয়। রাইয়ান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে রাকিবের মোবাইল ফোন চাইলে সে দিতে রাজি হয়নি। আর এতেই ছিনতাইকারীরা
রাকিবকে সুইচ গিয়ার চাকু দিয়ে ডান পাশের কাঁধের নিচে ও বাম পায়ের হাঁটুর উরুতে আঘাত করে। পরে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।