কানাডার এক অংশ যখন দাবানলের তীব্রতায় বিপর্যস্ত, তখন অপর একটি অংশ ভয়াবহ বন্যার কবলে। ভারী বৃষ্টিপাতে কানাডার নোভা স্কটিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, এতে দুই শিশুসহ চারজন নিখোঁজ রয়েছে।
সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা যায়,
‘গত ৫০ বছরের মধ্যে আটলান্টিক এই অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।’
কিছু কিছু স্থানে গত তিন মাসে ২৪ ঘণ্টাই বৃষ্টি হয়েছে। ভয়াবহ পরিস্থিতির কারণে নিখোঁজদের খুঁজতে স্থানীয় বাসিন্দাদের নিষেধ করা হয়েছে।
পুলিশের এক প্রতিবেদনে বলা হয়,
‘নিখোঁজ চারজনের মধ্যে দুই শিশু গাড়ির মধ্যে ছিল। এ সময় গাড়িটি বন্যার পানিতে ডুবে যায়।’
‘গাড়ির মধ্যে থাকা আরও তিনজন গাড়ি থেকে বের হতে সক্ষম হয়। গাড়ি মধ্যে থাকা আরও এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।’
‘বন্যার পানিতে তার গাড়িটি তলিয়ে যায়। দুই উদ্ধারকর্মী তার গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়।’
‘বন্যার প্রভাবে নোভা স্কটিয়াতে রাস্তাঘাট ডুবে গেছে, সেতুগুলো দুর্বল হয়ে পড়েছে। এছাড়া কিছু স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
‘নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হোস্টন বলেন, অবস্থা খুবই ভয়াবহ, আমাদের সাতটি সেতু পুনরায় নির্মাণ করতে হবে।’
তিনি আরও বলেন,
‘বন্যার প্রভাবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পানি কিছুটা কমতে পারে বলে জানান তিনি।’
এ বন্যায় প্রায় ৮০ হাজার মানুষ বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড গভীরভাবে বন্যা পর্যবেক্ষণ করছেন।
এছাড়া, তিনি স্থানীয় সরকারকে দুর্গতদের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন।
One Reply to “কানাডায় ভয়াবহ বন্যার কবলে দুই শিশুসহ নিখোঁজ চার”
Comments are closed.