ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ    বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি    ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কানাডার এক অংশ যখন দাবানলের তীব্রতায় বিপর্যস্ত, তখন অপর একটি অংশ ভয়াবহ বন্যার কবলে। ভারী বৃষ্টিপাতে কানাডার নোভা স্কটিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, এতে দুই শিশুসহ চারজন নিখোঁজ রয়েছে।

সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা যায়,

‘গত ৫০ বছরের মধ্যে আটলান্টিক এই অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।’

কিছু কিছু স্থানে গত তিন মাসে ২৪ ঘণ্টাই বৃষ্টি হয়েছে। ভয়াবহ পরিস্থিতির কারণে নিখোঁজদের খুঁজতে স্থানীয় বাসিন্দাদের নিষেধ করা হয়েছে।

পুলিশের এক প্রতিবেদনে বলা হয়,

‘নিখোঁজ চারজনের মধ্যে দুই শিশু গাড়ির মধ্যে ছিল। এ সময় গাড়িটি বন্যার পানিতে ডুবে যায়।’

‘গাড়ির মধ্যে থাকা আরও তিনজন গাড়ি থেকে বের হতে সক্ষম হয়। গাড়ি মধ্যে থাকা আরও এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।’

‘বন্যার পানিতে তার গাড়িটি তলিয়ে যায়। দুই উদ্ধারকর্মী তার গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়।’

‘বন্যার প্রভাবে নোভা স্কটিয়াতে রাস্তাঘাট ডুবে গেছে, সেতুগুলো দুর্বল হয়ে পড়েছে। এছাড়া কিছু স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

‘নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হোস্টন বলেন, অবস্থা খুবই ভয়াবহ, আমাদের সাতটি সেতু পুনরায় নির্মাণ করতে হবে।’

তিনি আরও বলেন,

‘বন্যার প্রভাবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পানি কিছুটা কমতে পারে বলে জানান তিনি।’

এ বন্যায় প্রায় ৮০ হাজার মানুষ বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড গভীরভাবে বন্যা পর্যবেক্ষণ করছেন।

এছাড়া, তিনি স্থানীয় সরকারকে দুর্গতদের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন।

এনএএন টিভি


One Reply to “কানাডায় ভয়াবহ বন্যার কবলে দুই শিশুসহ নিখোঁজ চার”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

%d bloggers like this: