ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ    বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি    ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

হোসেনপুর থানার উপপরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে

মো. আবুল হোসেন ফারুক (৪৭),

উপজেলার মাধখলা গ্রামের শহিদ উদ্দিন ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৩) ও

চরকাটিহারী গ্রামের ইমান আলীর ছেলে ওমর ফারুক (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হোসেনপুর উপজেলার মাধখলা এলাকায় ৩টি গরু ও

১টি বাছুর বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে সন্দেহ হলে প্রথমে সাইফুল ইসলামকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে এ ঘটনায় জড়িত পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে আটক করেন।

এর আগে গত ১৯ জুলাই উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে

মাসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়।

পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩ জনকে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩টি গরু ও ১টি বাছুর উদ্ধার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু গরু চুরির ঘটনায়

পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :

 

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।