ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ    বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি    ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবির) একটি টীম শনিবার রাতে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুমন হোসেন (৩০) এর ভাড়াকৃত একটি গোডাউনের মধ্যে অভিযান চালিয়ে ৪৮০ চারশত আশি বোতল (ফেনসিডিল), যাহার আনুমানিক বাজার মূল্য ৭,২০,০০০(সাত লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুমন হোসেনকে উদ্ধারকৃত ফেনসিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সুমন এর “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে চকবাজার এলাকায় একটি ফলের দোকান আছে। উক্ত গোডাউনটি আসামি সুমন জনৈক জহিরুল আলম এর কাছ থেকে ভাড়ায় গ্রহণ করে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করে থাকে।

তাছাড়া গ্রেপ্তারকৃত আসামি সুমন জানায়, পলাতক আসামি মোঃ হাসান (৩৮) এর সার্বিক সহযোগীতায় উদ্ধারকৃত ফেনসিডিল তারা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ করে রাখে। পরবর্তীতে এসআই নিংওয়াই মারমা, জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা গ্রেপ্তারকৃত আসামি ০১) মোঃ সুমন হোসেন (৩০) পিতা-জাকির হোসেন, মাতা-রিনা আক্তার, সাং-নাথেরপেটুয়া, মধ্যমপাড়া, ১০নং ওয়ার্ড, থানা-মনোহরগঞ্জ, কুমিল্লা বর্তমানে-২য় মুরাদপুর, নাজিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, কুমিল্লা এবং পলাতক আসামি ০২) মোঃ হাসান(৩৮) পিতা-ফুল মিয়া, খোদেজা বেগম, সাং-শুভপুর, থানা-কোতয়ালী মডেল, কুমিল্লাদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৯, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর টেবিল ১৪(গ)/৪১ রুজু হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া পিপিএম। তিনি জানান, চকবাজার বকশী সুইটস অ্যান্ড ফল ভান্ডারের মালিক সুমন হোসেন ফলের ব্যবসার আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার ফলের গুদামে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই গুদাম থেকে ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

পলাতক আসামিসহ অন্যান্য মাদক কারবারীদেরকে গ্রেপ্তার ও সনাক্ত করণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।