গাজায় মঙ্গলবার ভোরে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
একটি মিডিয়া ইউনিয়ন ও একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সর্বশেষ এ মৃত্যুর ফলে শনিবার থেকে লড়াইয়ে নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে বলে
ফিলিস্তিনি প্রেস ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে। পঞ্চম দিনের মতো সেখানে প্রচণ্ড লড়াই চলছে।
হামাস সরকারের মিডিয়া প্রধান সালামেহ মারুফ মঙ্গলবার প্রথমে নিহত তিনজনকে আল-খামিসা নিউজ এজেন্সির পরিচালক সাইদ আল-তাবিল,
প্রেস ফটোগ্রাফার মোহাম্মদ সোব্বোহ ও গাজার একটি সংবাদ সংস্থার সংবাদদাতা হিশাম নাওয়াজহা হিসেবে চিহ্নিত করেছেন।
সালামেহ মারুফ জানান, গাজা শহরের মাছ ধরার বন্দরের কাছে একটি আবাসিক ভবন খালি করার সময় সেখানে কাজ করছিলেন এই তিন সাংবাদিক।
সে সময় সেখানে একটি হামলা হলে তারা মারা যান। সেই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে ইসরাইলের ‘অপরাধমূলক আচরণের’ নিন্দা করেন তিনি।
এরপর প্রেস ইউনিয়ন জানায়,
নারী সাংবাদিকদের কমিটির প্রধান সালাম খলিল তার স্বামী ও সন্তানসহ নিহত হয়েছেন।
তিনি উত্তর গাজা উপত্যকায় নিজের বাড়িতে একটি ইসরাইলি বোমা হামলার শিকার হয়েছিলেন।
এছাড়াও রোববার সাংবাদিক আসাদ শামলাখ নিহত হয়েছেন বলে মিডিয়া অফিসের বিবৃতি থেকে জানা গেছে। সেই সঙ্গে দুই ক্যামেরাম্যান নিখোঁজ ও ১০ সাংবাদিক আহত হয়েছেন।
এর আগে শনিবার তিন সাংবাদিক নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি বিবৃতি ও সাংবাদিকদের সুরক্ষা কমিটির কাছ থেকে জানা গেছে।
নিউইয়র্কভিত্তিক মিডিয়া রাইটস গ্রুপ সোমবার জানায়, ফটোগ্রাফার ইব্রাহিম মোহাম্মদ লাফি, রিপোর্টার মোহাম্মদ জারঘুন ও মোহাম্মদ এল-সালহি বিভিন্ন ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন।
সাংবাদিকদের সুরক্ষা কমিটির শেরিফ মনসুর এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকরা বেসামরিক নাগরিক ও তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয়—
আমরা সব পক্ষকে এটি মনে রাখার আহ্বান জানাই। সংকটের সময় সঠিক রিপোর্টিং খুবই গুরুত্বপূর্ণ
এবং গাজা ও ইসরাইলের খবর বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুন :
- এ্যানি ৪ দিনের রিমান্ডে
- ৪ মাস পর টাইটানের বাকি ধ্বংসাবশেষ উদ্ধার
- মোহাম্মদ হারুনকে মরক্কোর নতুন রাষ্ট্রদূত নিয়োগ
- উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৪ ইউনিট
- বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের জনগণই নির্ধারণ করবে: চীনা রাষ্ট্রদূত
- ‘কথা পরিষ্কার, শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না’ : ফখরুল