কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামি প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে চকরিয়ায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়।
জানা যায়,
ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে
জোরপূর্বক অপহরণ করে সাফারি পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।
এ ঘটনাটি বাড়িতে গিয়ে মা-বাবাকে জানায়। পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করে। ওই মামলায় তিনজনকে আসামি করা হয়।
পুলিশ ১ নম্বর আসামিকে গ্রেফতার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামি রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন।
এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবি রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।
পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের পিতা শুক্রবার বিকালে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহামুদ বলেন,
দুইজনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
আরও পড়ুন :
- ইউক্রেনকে ৪০ কোটি ডলারের অস্ত্র সহায়তা
- তুরাগ নদীতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- স্কোয়াডে ফিরলেন কাইল জেমিসন
- কালীগঞ্জে রোগের যন্ত্রণা সইতে না পেরে আত্মঘাতি হলেন নারী
- পাওনা টাকা চাওয়ায় মারধর; টিকটকে বিচার চেয়ে চিরনিদ্রায় যুবক
- ভারতে দুই নারীকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
- নাটোরে জন্ম ও মৃত্যু নিবন্ধন করলেই উপহার
- হিরো আলমকে মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন
- হজ শেষে দেশে ফিরেছেন ৭৫ হাজার ৫২৪ জন হাজি, মৃত্যু ১১১