চকরিয়ায় যাত্রীবাহি পুরবি বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার ও নুরী আক্তার (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাবের একটি টিম।
শনিবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক একটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

গ্রেফতারকৃত নুরী আক্তার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিমনগর এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী।
র্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।