ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী    মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া    দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী    ৭ম বারের মতো আ.লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু,    খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল    রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ    অটোরিকশা থেকে নামিয়ে ২ যুবককে হাতুড়িপেটা    স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা    বিএনপির নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন    দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ    বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী    দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ    যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৭১    আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

বিশ্বজুড়ে চলমান খাদ্য সংকট মোকাবিলায় ছয় বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন প্ল্যাটফর্ম চালু করল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। গ্লোবাল ফুড সিকিউরিটি নামের এই প্ল্যাটফর্ম থেকে খাদ্যের উৎপাদন ও সরবরাহ বাড়াতে বেসরকারি খাতকে সহায়তা করা হবে।

মঙ্গলবার আইএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানটি আরও জানায়, বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই নতুন এই উদ্যোগটি নেওয়া হয়েছে। সংকট কাটাতে ও খাদ্য উৎপাদন বাড়িয়ে সহায়তা করতে বেসরকারি খাতের সামর্থ্য বাড়ানোই এর লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির প্রভাব কাটিয়ে উঠতে না পারার কারণে ক্ষুধা ও অপুষ্টি বেড়েছে। জলবায়ু পরিবর্তন ও বিরূপ আবহাওয়ার কারণেও ফসল উৎপাদন পরিস্থিতির অবনতি হয়েছে। আইএফসির গ্লোবাল ফুড সিকিউরিটি প্ল্যাটফর্ম টেকসই উৎপাদন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোতে খাদ্য সরবরাহ বাড়াতে সহায়তা করবে।

এ ছাড়া খাদ্যপণ্যের বাণিজ্যকে গতিশীল করা, কৃষককে বিভিন্ন উপকরণ সরবরাহ. ইউক্রেনসহ গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং আমদানিকারক দেশগুলোতে সরবরাহ বাড়ানোও এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

আইএফসির ম্যানেজিং ডিরেক্টর মাখতার ডিওপ বলেন, খাদ্য নিরাপত্তাহীনতা দূর করতে এবং এ বিষয়ে টেকসই সমাধান তৈরি করতে বেসরকারি খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। খাদ্যের সরবরাহ চেইনকে শক্তিশালী করা, উৎপাদন বাড়ানো এবং মানুষের জন্য তা সহজলভ্য করার মাধ্যমে নতুন এই উদ্যোগ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নাজুক অঞ্চলগুলোতে স্থিতিশীল খাদ্য ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।