ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   শেখ হাসিনা ৭৭ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল    ‘এখন আর নীরব থাকার সুযোগ নাই’ : মির্জা ফখরুল    দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ

ছিনতাইকারীদের মোবাইল ফোন না দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থী আদনান সাঈদ রাকিবকে খুন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন-অর-রশিদ সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

এ ঘটনায় জড়িত থাকায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইকবাল, সুমন ভূঁইয়া ওরফে বড় সুমন ও সুমন ওরফে কালু সুমন ওরফে ছোট সুমন।

তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।

গোয়েন্দা প্রধান হারুন-অর-রশিদ জানান,

রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় আদনান তার বন্ধু রাইয়ানসহ ছিনতাইয়ের শিকার হন। এসময় ছিনতাইকারীরা রাকিবকে তার মোবাইল ফোনটি দিতে বলে।

কিন্তু তা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। রাইয়ান তার বাটন ফোনটি ছিনতাইকারীদের দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় আদনান ঘটনাস্থলে পড়ে থাকলে পথচারীরা তার পরিবারকে জানায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছিনতাইকারীরা সুইচ গিয়ার চাকু দিয়ে আদনানের ডান পাশের কাঁধের নিচে ও বাঁ পায়ের ঊরুতে আঘাত করে।

পরে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। সোমবার রাতেই রায়েরবাগ বস্তি এলাকা থেকে ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আদনানের বাবা বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।