ছিনতাইকারীদের মোবাইল ফোন না দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থী আদনান সাঈদ রাকিবকে খুন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন-অর-রশিদ সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
এ ঘটনায় জড়িত থাকায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইকবাল, সুমন ভূঁইয়া ওরফে বড় সুমন ও সুমন ওরফে কালু সুমন ওরফে ছোট সুমন।
তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
গোয়েন্দা প্রধান হারুন-অর-রশিদ জানান,
রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় আদনান তার বন্ধু রাইয়ানসহ ছিনতাইয়ের শিকার হন। এসময় ছিনতাইকারীরা রাকিবকে তার মোবাইল ফোনটি দিতে বলে।
কিন্তু তা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। রাইয়ান তার বাটন ফোনটি ছিনতাইকারীদের দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় আদনান ঘটনাস্থলে পড়ে থাকলে পথচারীরা তার পরিবারকে জানায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছিনতাইকারীরা সুইচ গিয়ার চাকু দিয়ে আদনানের ডান পাশের কাঁধের নিচে ও বাঁ পায়ের ঊরুতে আঘাত করে।
পরে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। সোমবার রাতেই রায়েরবাগ বস্তি এলাকা থেকে ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আদনানের বাবা বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন।
আরও পড়ুন :