শেরপুর জেলার নকলা উপজেলার ৭নং টালকী ইউনিয়নের চানবাড়িতে ঘটনাটি ঘটেছে। জানাযায়,ঐ গ্রামের জাকির হোসেন বাচ্চু মাসুদ মিয়া , ফজলুল হক,লিটন মিয়া,আব্দুস ছালাম গংদের সাথে ৭শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোদ চলে আসছিলো । ঐ জমির উপর আদালতে মামলা করে অস্থায়ী নির্শেদাজ্ঞা ১৪৪ ধারা জারি করে আসামীরা । গত ২২ আগষ্ট ২০২২ তারিখে । ৩দিন পর তারাই অনুধিকারে জমিতে প্রবেশ করে বাদী পক্ষের তমিছ উদ্দিন, হাকিম উদ্দিন,দুলাল উদ্দিন,মঞ্জু মিয়াদের বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর করে ঘরে থাকা মূল্যবান আসবাব পত্র ও কৃষি যন্ত্রপাতি টাকা পয়সা সহ প্রায় ৩লাখ ৮৬ হাজার টাকার সম্পদ ক্ষতি করে ও ছিনিয়ে নিয়ে যায় । এদিকে আসামীরা হামলা ভাংচুর লুটপাট করেই শান্ত হয়নি । তারা বাদী পক্ষের নারী পুরুষ সহ ৮জনকে পিটিয়ে এলোপাথারি চাইনিচ কোরাল , শাবল ,দা লোহার রড দিয়ে আঘাত করে গুরুত্বর রক্তাত্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় । বাদী পক্ষ নিরুপায় হয়ে পুলিশের নিকট ৯৯৯ ফোন করে সহযোগিতা চায় পরে পুলিশ এর উর্ধতন কর্তৃপক্ষের নিদের্শে নকলা থানায় ৯জন কে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করে গত ২৫ আগষ্ট ২০২২ তারিখে । মামলা দাখিলের পর থেকে আসামী জাকির হোসেন বাচ্চু মিয়া ও মাসুদ মিয়া , লিটন মিয়া বাদী পক্ষের লাল মিয়া , স্বপন মিয়া কে বার বার মোবাইল ফোনে প্রাণনাসের হুমকি দিয়ে আসছে । এবং বলছে বাদীর গরুর খামার, ছাগলের খামার বিষ মেরে গরু মেরে ফেলবে , একই সাথে ২০ সেপ্টেম্বর আজ ০১৯২০০৮১৪৫৯ থেকে স্বপন মিয়াকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। বাদী পক্ষ লাল মিয়া মকবুল হোসেন ,দুলাল মিয়াদের পক্ষ থেকে নকলা থানায় অভিযোগ করে প্রতিকার চাচ্ছেন এবং বিষয়টি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভোক্তভোগী বাদীরা ।
ঢাকা, বাংলাদেশ |
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
শিরোনামঃ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।