জয়পুরহাটে পাঁচবিবিতে ববিতা পারভীন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খাল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরী ববিতা পারভীন পাঁচবিবি উপজেলার পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ববিতা গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
সকালে পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খালে এক কিশোরীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে পুলিশ ওই খাল থেকে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান,
স্থানীয়রা ওই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে জানা যাবে এর মূল রহস্য।
আরও পড়ুন :
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা
- খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসা চেয়ে ভাইয়ের আবেদন
- ডিভোর্স ইস্যুতে পরীমনিকে যে পরামর্শ দিলেন জায়েদ
- নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার
- সরকারের বেঁধে দেয়া দরে পণ্য বিক্রি না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
- ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায়ে কমিটি গঠন
- ফরিদপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
3 Replies to “জয়পুরহাটে খালে মিলল কিশোরীর মরদেহ”
Comments are closed.