ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত অনেকে    ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে : হিরো আলম    বিএনপি নামক ‘কারাগারে’ বন্দী তাদের নেতারা : তথ্যমন্ত্রী    খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী    মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া    দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী    ৭ম বারের মতো আ.লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু,    খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল    রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ    অটোরিকশা থেকে নামিয়ে ২ যুবককে হাতুড়িপেটা    স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা    বিএনপির নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন    দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ    বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী    দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ

আবারো জিম করতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডের।

জানা গেছে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুম্বাইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হন সাগর। তাঁকে মুম্বাইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সাগর পাণ্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাহরুখ খানের ‘বডি ডাবল’ প্রশান্ত ওয়াল্ডে। প্রশান্ত ওয়াল্ডে জানান, ‘আমি খবরটা শুনে চমকে উঠেছিলাম। ও একেবারেই ফিট ছিল। ওর মারা যাওয়ার মতো বয়স হয়নি। খুব সম্ভবত সাগর পাণ্ডের বয়স ৪৫-৫০ বছরের মধ্যে।

সালমান খানের ‘টিউবলাইট’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’ এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেছেন সাগর পাণ্ডে। তবে প্রথমবার ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাতে প্রথমবার ‘বডি ডাবল’ হিসেবে দেখা যায় সাগর পাণ্ডেকে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড মেগাস্টার সালমান খান।

সাগর পাণ্ডে ২০২০ সালের এপ্রিলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, লকডাউনের কারণে আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে দিন যাচ্ছে তাঁর। করোনা এবং লকডাউনের জেরে বহু সিনেমার শুটিং বন্ধ হয়ে যায়। যদিও সাগর পাণ্ডে এটিও জানিয়েছিলেন, চলচ্চিত্রের কাজের থেকে স্টেজ শো করেই তিনি সবথেকে বেশি রোজগার করেন। এর পাশাপাশি তিনি সালমানের মতোই অবিবাহিত। তাঁরা ৫ ভাই। সবার মধ্যে তাঁর রোজগার বেশি। তাই ভাইদের খরচও তাঁকেই চালাতে হয়। সাগর পাণ্ডের আসল বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই মায়ানগরী মুম্বাইতে এসেছিলেন তিনি। কিন্তু অভিনেতা হিসেবে সফল না হওয়ার কারণেই চলচ্চিত্রে ‘বডি ডাবল’ হিসেবে কাজ করা শুরু করেন। প্রায় ৫০ টি সিনেমায় সালমানের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেছেন সাগর পাণ্ডে।

উল্লেখ্য, কিছুদিন আগেই জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, টানা একমাসের লড়াইয়ের পরে সম্প্রতি মৃত্যু হয়েছে তাঁর। তারও আগে জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বিগ বস বিজেতা সিদ্ধার্থ শুক্লা। জিম করতে গিয়ে একের পর এক ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তায় ফেলছে অনেককেই।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।