গত ০৮/১১/২০২৩খ্রিঃ নারায়ণগঞ্জ জেলা জেলা পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল,
পিপিএম(বার) মহোদয় এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) তরিকুল ইসলাম এর তত্বাবধানে জেলার গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর একটি অভিযানিক দল আসামী ১।
মোঃ শিহাব উদ্দিন সিদ্দিকী ওরফে রিহান সিহাব ওরফে দিদারুল ইসলাম রিহাব ওরফে আয়ান ওরফে আইমান (৩০),
পিতা-মোঃ আবু তাহের, মাতা-নাসিমা আক্তার, ঠিকানা : গ্রাম- ফটিকছড়ি, উপজেলা/থানা- ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম;
বর্তমান-রূপায়ন ৪৩ নং বিল্ডিং, ৩/৩ ভূইগড়, উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।
উক্ত আসামী ভুয়া ডিআইজি/এসপি’র পরিচয়ে প্রতারনা করে বিভিন্ন ভাবে ব্যাংক এ্যাকাউন্ট ব্যবহার করে সর্বমোট ২১,২৫,০০০/-(একুশ লক্ষ পচিশ হাজার) টাকা আআত্মসাৎ করে।
উক্ত ঘটনায় ফতুল্লা থানার মামলা নং ১৯, তাং ০৮/১১/২০২৩ ইং রুজু হয়েছে।
One Reply to “জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ভুয়া ডিআইজি/এসপি গ্রেফতার।”
Comments are closed.