ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন ফারজানা হক পিংকি।
মেয়েদের ক্রিকেটে ওয়ানডে সংস্করণে তিনিই বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান।
১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফারজানা।
দীপ্তি শর্মার বলে মিসফিল্ডিং হয়ে বল বাউন্ডারি ছুঁতেই ফারজানা পৌঁছে যান তিন অঙ্কে।
এরপর ড্রেসিংরুমের দিকে উঁচিয়ে ধরেন ব্যাট। সতীর্থ, কোচিং স্টাফরা ভাসলেন উচ্ছ্বাসে।
ফারজানা হয়ে গেলেন মেয়েদের ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান।
বাংলাদেশের সামনে এখন ভারতকে ওয়ানডে সিরিজ হারানোর সুযোগ।
শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।
যা ভারতের বিপক্ষে সর্বোচ্চ এবং সবমিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
পাকিস্তানের বিপক্ষে ২০২২ সালের ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান এখন পর্যন্ত টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ।
পাওয়ার প্লের ১০ ওভারে দুই ব্যাটার শামীমা সুলতানা ও ফারজানা হক তুলতে পারেন ৩২ রান।
পরে তারা দু’জন উদ্বোধনী জুটিতে গড়েন রেকর্ডও।
অবশ্য ভাঙতে পারেননি এক যুগ আগের রেকর্ড।
শারমিন আক্তার ও সুখতারা রহমান ১১৩ রানের জুটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।
শামীমা ও ফারজানার জুটি ভাঙে ৯৩ রানে গিয়ে।
স্নেহা রানার বলে হারমানপ্রিতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শামীমা।
এর আগেই তিনি অবশ্য ছুঁয়ে ফেলেন হাফ সেঞ্চুরি, ৫ চারে ৭৮ বলে এই ব্যাটার করেন ৫২ রান।
তিন নম্বরে খেলতে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ চারে ৩৬ বলে ২৪ রান করেন তিনি।
পরে স্নেহা রানার বলে ক্যাচ দেন আমানজাত কৌরের হাতে। ৪ বলে ২ রান করে আউট হন রিতু মণিও।
বাংলাদেশের বাকি ইনিংস টানেন সোবহানা মোস্তারি ও ফারজানা।
ফারজানা গড়েন ইতিহাসও।
নারীদের ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান এখন তিনি।
ওয়ানডেতে এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান ছিল সালমা খাতুনের।
২০১৩ সালে ভারতের মেয়েদের বিপক্ষেই এই রান করেছিলেন তিনি।
ফারজানা সেটিকে ছাড়িয়ে ব্যক্তিগত সংগ্রহ নেন তিন অঙ্কে। ৭ চারে ১৫৬ বলে একশ রান করেন তিনি, হাঁকান সাতটি চার।
ইনিংসের একদম শেষ বলে গিয়ে আউট হয়ে যান ফারজানা,
সেটিও রান আউট। এর আগে ৭ চারে ১৬০ বলে ১০৭ রান করেন তিনি।
২ চারে ২২ বলে ২৩ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে।
ভারতের পক্ষে ১০ ওভারে ৪৫ রান দিয়ে দুই উইকেট নেন স্নেহা রানা।
One Reply to “তৃতীয় ম্যাচে সেঞ্চুরিতে ফারজানার ইতিহাস”
Comments are closed.