ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘এখন আর নীরব থাকার সুযোগ নাই’ : মির্জা ফখরুল    দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ    বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষ করে শাশুড়ির সামনে পুত্রবধূরা শান্ত ও চুপচাপ থাকার চেষ্টা করে।

পতিদেবতার মা-জননী যেন কোনোরকম ভুল ধরে বসতে না পারেন সেক্ষেত্রে থাকে সচেতন।

কিন্তু বলিউড তারকা দীপিকার বেলায় হলো উল্টো।

শাশুড়ির সামনেই অন্য পুরুষকে জড়িয়ে ধরলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ে ঘটেছে এ ঘটনা। শো শেষে মুকেশ আম্বানিকে দেখেই এগিয়ে যান দীপিকা।

জড়িয়ে ধরে থাকেন দীর্ঘক্ষণ। এরপর হাত ধরে আরো বেশকিছুক্ষণ কথা বলেন তারা।

দীপিকার পাশে তখন দাঁড়িয়ে ছিলেন তার শাশুড়ি অঞ্জু ভবনানি।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে আম্বানিকে জড়িয়ে ধরার ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা গেছে, দীপিকা যখন মুকেশ আম্বানিকে জড়িয়ে ধরে কথা বলছেন,

তখন তার পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শাশুড়ি মা অঞ্জু ভবনানিকে।

ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

কেউ লিখেছেন, ‘পয়সা কথা বলে, মুকেশ আম্বানি সাধারণ হলে কি আর দীপিকা জড়িয়ে ধরত!’ অন্য একজন লিখেছেন,

‘দীপিকা তো দেখি ছাড়তেই চায় না। সামনে যে শাশুড়ি!’

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “দীপিকার আপত্তিকর কাজেও শাশুড়ির হাসিমুখ”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।