বিশেষ করে শাশুড়ির সামনে পুত্রবধূরা শান্ত ও চুপচাপ থাকার চেষ্টা করে।
পতিদেবতার মা-জননী যেন কোনোরকম ভুল ধরে বসতে না পারেন সেক্ষেত্রে থাকে সচেতন।
কিন্তু বলিউড তারকা দীপিকার বেলায় হলো উল্টো।
শাশুড়ির সামনেই অন্য পুরুষকে জড়িয়ে ধরলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ে ঘটেছে এ ঘটনা। শো শেষে মুকেশ আম্বানিকে দেখেই এগিয়ে যান দীপিকা।
জড়িয়ে ধরে থাকেন দীর্ঘক্ষণ। এরপর হাত ধরে আরো বেশকিছুক্ষণ কথা বলেন তারা।
দীপিকার পাশে তখন দাঁড়িয়ে ছিলেন তার শাশুড়ি অঞ্জু ভবনানি।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে আম্বানিকে জড়িয়ে ধরার ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।
সেখানে দেখা গেছে, দীপিকা যখন মুকেশ আম্বানিকে জড়িয়ে ধরে কথা বলছেন,
তখন তার পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শাশুড়ি মা অঞ্জু ভবনানিকে।
ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।
কেউ লিখেছেন, ‘পয়সা কথা বলে, মুকেশ আম্বানি সাধারণ হলে কি আর দীপিকা জড়িয়ে ধরত!’ অন্য একজন লিখেছেন,
‘দীপিকা তো দেখি ছাড়তেই চায় না। সামনে যে শাশুড়ি!’
আরও পড়ুন :
- পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি
- ভারতে সমীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি: সুপ্রিম কোর্ট
- কানাডায় ভয়াবহ বন্যার কবলে দুই শিশুসহ নিখোঁজ চার
- ডেঙ্গু রোগের ভাইরাসকে ঘায়েল কারি অনুচক্রিকা বৃদ্ধির উপায়
- শান্তিগঞ্জে ভয়াবহ আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই; নিহত ১
- প্রেমের টানেই ভারতে পাকিস্তানি নাগরিক সীমা
- ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে পরীমনি
- ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি ডুবি; ১৫ মরদেহ উদ্ধার
- সিরাজগঞ্জে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
One Reply to “দীপিকার আপত্তিকর কাজেও শাশুড়ির হাসিমুখ”
Comments are closed.