অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে এ ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠান।
এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটি অন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) অ্যান্ড ডিজিটাইজেশন অব ট্রেড বডিজ এর ২য় সভায় এসব কথা তুলে ধরেন বক্তারা।
বক্তারা জানান, ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া প্রতিরোধ করতে কর্মীদের মধ্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও সচেতনতা বাড়ানো জরুরি। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে। এজন্য একাধিক সেমিনারের আয়োজন ও সচেতনতামূলক পোস্টার তৈরি করা হবে বলে জানান ব্যবসায়ী নেতারা।
বৈঠকে সভাপতিত্ব করা কমিটির চেয়ারম্যান শহিদ-উল মুনীর বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিটির সদস্যদের একযোগে কাজ করাতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআই’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন-চার্জ সৈয়দ আলমাস কবীর, কো-চেয়ারম্যান মো. নাজমুল করিম বিশ্বাস কাজল, মো. মোতাহার হোসেন খানসহ অনেকে।