সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
সোমবার (২৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকা সাক্ষ্যগ্রহণ করেন।
তবে অসুস্থতাজনিত কারণে ঘটনার বিস্তারিত বলতে না পারায় পরীমণির আইনজীবীরা ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন।
আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন ১৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।
এ বিষয়ে পরীমণির আইনজীবী নীলঞ্জনা রেফাত সুরভী সাংবাদিকদের জানান,
আদালতে অনেক আইনজীবী ও সাধারণ মানুষ থাকায় বাদী তার সাক্ষ্য প্রদান করতে পারেননি। এছাড়া অসুস্থতা নিয়ে আদালতে এসেছিলেন তিনি।
সকাল থেকে দীর্ঘসময় অপেক্ষা করার পর আরও বেশি অসুস্থতা অনুভব করলে আমরা ক্যামেরা ট্রায়ালের আবেদন করি।
আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।
পরীমণি বলেন,
আমি আদালতে সাক্ষ্য দিতে পারিনি। আমি আসলে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।
আলোচিত এ মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এদিন তারা আদালতে হাজিরা দেন।
উল্লেখ্য, গত বছর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।
২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন, ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি।
মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন।
2 Replies to “ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে পরীমনি”
Comments are closed.