ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়’    গাজীপুরে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত    বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি    হরতাল-অবরোধের জন্য প্রস্তুত থাকেন: গয়েশ্বর    আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন    ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস    বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২    ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ    রাজ কে তালাকনামা পাঠিয়েছেন পরী    কম খরচের বিয়ে টেকে বেশিদিন, গবেষণা যা বলে    সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস    গোমস্তাপুরে ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন    হাতিয়ায় জোয়ারের স্রোতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ    কমছেনা ডিমের দাম, দিশেহারা সাধারণ মানুষ    নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার

গত ৫ জুন (সোমবার) শেরপুর জেলার নকলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাদিয়া উম্মুল বানিন যোগদান করেছেন। তবে এরই মধ্যে তিনি দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখিয়েছেন।

গত শুক্রবার (২১ জুলাই) বজ্রপাতে নিহত পরিবারের মাঝে ২ পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন।

এর আগে, ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২ বছর ৩ মাস নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, তিনি ২০১৬ সালে ৩৪ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ২০১৬ সালের পহেলা জুন তারিখে সহকারী কমিশনার ও

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন।

প্রতিটি কর্মস্থলে তিনি উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সকলের মন জয় করেছেন।

নতুন ইউএনও তাঁর মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নতুন কর্মস্থল নকলা উপজেলার জনগণকে সার্বিক সেবাদানের মাধ্যমে

অত্যাধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে নকলাকে দেশব্যাপী পরিচিতি করিয়ে দিতে সদা তৎপর থাকবেন বলে উপজেলাবাসীর প্রত্যাশা।

এ প্রসঙ্গে ইউএনও সাদিয়া উম্মুল বানিন জানান,

মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক বিভিন্ন স্তরের কর্মকর্তা ও

জনপ্রতিনিধিদের সহযোগিতায় সরকারি সেবা জনগনের অতি নিকটে পৌঁছে দিতে আমি বদ্ধ পরিকর।

এর জন্য উপজেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি,

পুলিশ বিভাগসহ সকল শ্রেণি-পেশার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিন জন্ম তারিখ ১১ ডিসেম্বর ১৯৮৬ খ্রি: , পিতার নাম :আব্দুস সামাদ,মাতা: নাদিরা জাহান,

উপজেলা বকশিগঞ্জ, জেলা জামালপুর। তাঁরা তিন ভাই বোন। তিনি বাবা মার প্রথম সন্তান ,

সাদিয়া উম্মুল বানিন বিএসসি অনার্স ও এম এস সি সম্পুন্ন করেন কেমিস্ট্রি বিষয়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে।

মানবতার প্রশাসনিক কর্মকর্তা নকলায় জনসেবায় এগিয়ে যাক এ আমাদের নকলা বাসীর প্রত্যাশা।

বাংলাদেশের ৮ম বিভাগ ময়মনসিংহ আর জেলা ওয়ারি ৬১তম জেলা শেরপুর । এই শেরপুরকে ঢেলে সাজাতে হবে। কারণ আমরা সব দিক থেকে এখনো পিছনে রয়েছি।

স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা নিয়ে সরকার কাজ করছে তা বাস্তবায়ন করতে আমাদের সকলের কাজ করে এগিয়ে যেতে হবে।

চড়াই পাখির মত অন্যের জায়গায় অন্যের তৈরি ঘরে বসবাস না করে বাবুই পাখির মত নিত্যান্ত পরিশ্রম করে আমাদের বসবাস করতে হবে।

মানবিক ইউএনও হিসাবে তিনি সম্প্রতি ঘোষণা করেছেন সপ্তাহে প্রতি বুধবার

নকলা উপজেলার প্রশাসনিক ভবনে পরামর্শ সেল গঠন করে সাধারণ মানুষের নানান অভিযোগ সমস্যার সমাধান দিবেন।

এতে করে নকলার সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানাযায়।

১৯১৯ সালে থানা প্রতিষ্ঠিত হয় ,১৯৮৩ সালে উপজেলা ঘোষণার পর তার এই উদ্দ্যোগ জনগনের কাছে প্রশংসনিয় হয়।

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

%d bloggers like this: