শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল নকলায় প্রচারণা শুরু করেছেন। রোববার জেলা ও উপজেলার জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ ও নির্বাচন পরিচালনা কমিটি এই সভার আয়োজন করে।আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এক চিঠিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও উপজেলা ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নকলা পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঢাকা, বাংলাদেশ |
শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
শিরোনামঃ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।