ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী    মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া    দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী    ৭ম বারের মতো আ.লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু,    খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল    রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ    অটোরিকশা থেকে নামিয়ে ২ যুবককে হাতুড়িপেটা    স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা    বিএনপির নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন    দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ    বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী    দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ    যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৭১    আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

                    প্রবীনরা আমাদের ছায়া বটবৃক্ষের মতো

নরসিংদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে শনিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নরসিংদীর আয়োজনে সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নরসিংদী সার্কিট হাউজ থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। পরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুর্যকান্ত দাস, প্রফেসর মোহাম্মদ আলী। আলোচনায় অংশ নেন মহিলা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন মিয়া, সদস্য অধ্যক্ষ আবদুর রশিদ, প্রকৌশলী শাহজাহান, রিক এর এরিয়া ম্যানেজার কামাল উদ্দিন, নরসিংদীর পাঁচদোনাতে প্রতিষ্ঠিত প্রবীন কল্যান সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ। উপস্থিত ছিলেন প্রবীন হিতৈষী সংঘের অন্যান্য প্রবীন সদস্য ও রিক এনজিও’র প্রবীন সদস্যগণ। অনুষ্টানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান তাপস।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুম বলেন, প্রবীনরা আমাদের ছায়া বটবৃক্ষের মতো। প্রবীনদের অভিজ্ঞতা নিয়েই আমরা কাজ করছি। আজকের প্রবীনরাই অতীতে নবীন ছিলেন আমরাও আবার প্রবীন হয়ে যাচ্ছি। আর বেশীদিন বাকী নেই আমরাও প্রবীন হয়ে যাবো। আমাদের সকল ক্ষেত্রে প্রবীনদের অবদান অনেক অনেক বেশী। আমরা যৌথ পরিবারে থাকার চেষ্টা করবো তাহলে আমাদের বাবা-মা ও দাদা-দাদিরা ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। প্রবীনদেরকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।