নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে উঠে গিয়ে নিহত ৪ আহত ৫ জন। নিহতরা হলেন উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: সিদ্দিক মিয়া (৬২),বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে আবুল কালাম সিএনজির যাত্রী। অপর নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি। এ ঘটনায় ৫ জন নিহত তাৎক্ষনিক ভাবে জানা যায় নি।
আজ রোববার সকাল ৬টায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব অভিমুখী কাঁচামাল বাহি ট্রাক মাহমুদাবাদ নামা পাড়া আসার পর বিপরীত দিক ভৈরব থেকে আসা সিএনজি ও যাত্রীদের বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা ও সিএনজির যাত্রী তিনজন নিহত হন। অপর জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশে-পাশের সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করি। পরে আরোও ১ জনের নিহতের খবর পাওয়া যায়। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।
One Reply to “নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে সবজি বাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ আহত ৫”
Comments are closed.