নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষে রায়পুরা উপজেলার চারটি পূজামন্ডপে প্রায় ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের বণ ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার।
গতকাল রায়পুরা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি শ্রী তাপস কুমার বিশ্বাস এর সঞ্চালনায় দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখেন তিনি। প্রথমে সকালে উপজেলার মজুবন্দ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেন। সেখানে মন্দিরের সভাপতি শ্রী নির্মল চক্রবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন। এসময় বস্ত্র বিতরণের উদ্বোধণ করেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বণ ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী সুব্রত কুমার দাস, যুগ্মসাধারণ সম্পাদক প্রণব সাহা মেন্টু ও শ্রী তন্ময় দাস তনু, মজুবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেন ভেন্ডার, মহেশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আফাজ উদ্দিন, ৪ নং ওয়ার্ড সদস্য সোহেল কবির, ৯নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ সহ আরোও অনেকে।
পরে রায়পুরা পৌরসভার শ্রীরামপুর বাজার সংলগ্ন মিলন মন্দিরে বস্ত্র বিতরণেও অংশ নেন তারা। এসময় আরোও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম, রায়পুরা পৌর আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল, মিলন মন্দির কর্তৃপক্ষ ও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, বাংলাদেশ |
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
শিরোনামঃ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।