জাতীয় পার্টিতে (জাপা) পদবাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন দল থেকে সদ্য অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিজবাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাঙ্গা বলেন, জাপায় মনোনয়ন বাণিজ্য করা হচ্ছে। কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, তাও আমি দেখিয়ে দিতে পারব।
তিনি বলেন, জাতীয় পার্টিতে নানান রকম দুর্নীতি হচ্ছে। দলের গঠনতন্ত্রের ২০ ধারার অপব্যবহার করে দলকে ধ্বংস করা হচ্ছে। এভাবে চললে দলের অস্তিত্ব সংকটে পড়বে।
রাঙ্গা বলেন, দলের গঠনতন্ত্রের ২০ ধারা ব্যবহার করে ৪০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। অগণতান্ত্রিক এই ধারা বাতিল না করলে জাপা করব না, অন্য দলেও যাব না। তবে, সংসদ থেকে পদত্যাগ করতে পারি।
তিনি বলেন, জাপাকে ক্ষমতায় নেওয়ার কোনো চেষ্টাই তারা করছে না। কথায় কথায় বহিষ্কার করা হচ্ছে। পার্টি অফিসে অনেককে নির্যাতন করা হচ্ছে। দলকে নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না।