নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং স্টিল মিলে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে পাঁচ শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. জাকারিয়া (২০), মোহাম্মদ মোজাম্মেল (৩০), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫) ও মো. শরিফুল ইসলাম (৩২)।
তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে বলেন, গ্যাসের অতিরিক্ত চাপ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আদমজী ফায়ার স্টেশনের দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন :
- ইলিশ ধরা বন্ধ, বেড়েছে অন্য মাছের দাম
- প্রেমের ফাঁদে ফেলে সব লুটে নেয় ‘বিএমডব্লিউ’ গ্রুপ, মাস্টারমাইন্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
- উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৪ ইউনিট
- ‘প্রবীণদের কল্যাণে তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে’
- ছাত্রকে বলাৎকারের পর কাউকে না বলতে কোরআন ছুঁয়ে শপথ করান শিক্ষক
- ডেঙ্গুতে আরও ১৫ জনের প্রাণ গেল, হাসপাতালে ২১৫৮ নতুন রোগী
- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিন
- রেল চলাচল উদ্বোধন করতে মাওয়ায় প্রধানমন্ত্রী
One Reply to “নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫”
Comments are closed.