ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী    মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া    দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী    ৭ম বারের মতো আ.লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু,    খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল    রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ    অটোরিকশা থেকে নামিয়ে ২ যুবককে হাতুড়িপেটা    স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা    বিএনপির নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন    দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ    বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী    দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ    যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৭১    আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

শুক্রবারে ছুটির দিন হিসেবে রাজধানীর নিউমার্কেটে বিক্রি একটু বেশিই হয়। কারণ, সারা সপ্তাহে যাদের সময় হয় না, তারা শুক্রবার সকালে এই মার্কেটে গিয়ে কেনাকাটা সারেন।

 তবে আজ পুরো নিউমার্কেট এলাকার চিত্র একেবারেই ভিন্ন। নিউমার্কেটসহ আশপাশের এলাকা এখন পানির নিচে।

পুরো নিউমার্কেট এলাকার চিত্র আজকে একেবারেই প্রতিদিনের থেকে ভিন্ন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া বৃষ্টিতে রাজধানীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্ট হয়।

নিউমার্কেটসহ রাজধানীর অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। নিউমার্কেটে হাঁটুসমান পানি দেখা গেছে।

জলাবদ্ধতার কারণে সংশ্লিষ্ট এলাকায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি শেষ হওয়ার ১৪ ঘণ্টা পরও

পানি না নামায় ক্ষোভ প্রকাশ করেছেন নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা।

শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনের সড়ক পানিতে ডুবে থাকতে দেখা যায়।

রিকশা, ভ্যানে করে কোনোমতে এই এলাকা পার হচ্ছিলেন লোকজন। নিউমার্কেটের ভেতরের অবস্থা আরও করুণ। ভেতরে হাঁটুর ওপরে পানি থইথই করছে।

 

নিউমার্কেটের ব্যবসায়ীরা বলেন,

গতকাল রাতের বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোনো কোনো দোকানের ভেতরে পর্যন্ত পানি ঢুকে যায়।

নিউমার্কেটের ভেতরের পানি এখনো নামেনি। পানি না নামায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন। ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।

সকালে নিউমার্কেটের অনেক দোকানিকে কাপড়সহ অন্যান্য জিনিসপত্র বাইরে বের করে শুকানোর চেষ্টা করতে দেখা যায়। অনেকে আবার সেচ দিয়ে দোকান থেকে পানি বের করেন।

নিউমার্কেটের ভেতরে পানি থাকায় সকাল ১০টার পরও মার্কেটের দুই নম্বর গেট বন্ধ ছিল। পানি জমে থাকার কারণে ক্রেতারা নিউমার্কেটের ভেতর ঢুকতে পারছিলেন না।

বেলা সাড়ে ১১টার পর ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম মার্কেটে আসেন।

তিনি বলেন, জলাবদ্ধতা হতে পারে। কিন্তু তাই বলে ১২ থেকে ১৪ ঘণ্টা পরও পানি নামবে না, এটা কেমন কথা? এই ব্যর্থতার জন্য যারা দায়ী, তাদের শাস্তি হওয়া উচিত।

জলাবদ্ধতার কারণে কতটা ক্ষতি হয়েছে, তা পরে হিসাব করে জানা যাবে বলে জানান ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি।

নিউমার্কেটের ১ নম্বর গেটের পাশে ফুটপাতে মো. ইমরানের ভ্যানিটি ব্যাগের দোকান।

তার সব মালামাল ভিজে গেছে। ইমরানের দাবি, এই জলাবদ্ধতার কারণে তার অনেক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।