প্রেমের টানে বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে সংসার পাতলেন আমেরিকার তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)।
তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। ইশ্বরদীতে এসে বিয়ে করেন স্থানীয় আসাদুজ্জামান রিজু (২৭) নামে এক তরুণের সঙ্গে।
ডেভিডসনকে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় করছেন।
আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারাখালীর আব্দুল লতিফের ছেলে।
তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করেন।
হারলি এবেগেল আইরিন ডেভিডসন বাংলাদেশে এসে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তারা ঈশ্বরদী শহরের পিয়ারাখালী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেতেছেন।
জানা যায়, এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ
কপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন।
রিজু জানান, আমরা ভালোবেসে বিয়ে করেছি। প্রতিদিন অনেক লোকজন আসছেন ডেভিডসনকে দেখতে।
নতুন সংসার কেমন লাগছে- জানতে চাইলে ভাঙা ভাঙা বাংলায় ডেভিডসন বলেন, আমি ভালো আছি, আমার ভালো লাগছে।
আসাদুজ্জামান রিজুর বাবা আব্দুল লতিফ জানান, আমরা পারিবারিকভাবে এ বিয়ে মেনে নিয়ে ওদের নতুন সংসার গুছিয়ে দিচ্ছি।
আরও পড়ুন :
- আবারও সিসিইউতে খালেদা জিয়া
- বাংলাদেশে ‘মিনি সুইজারল্যান্ড’ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর
- সোনারগাঁয়ে “প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে”র ঘটনায় ধর্ষক গ্রেফতার
- বিএনপি আন্দোলন করবে করুক, কিন্তু দুর্বৃত্তায়ন করলে ছেড়ে দেব না: প্রধানমন্ত্রী
- ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক
- আবারও পেছাল মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন
4 Replies to “প্রেমের টানে পাবনায় এসে সংসার পাতলেন আমেরিকান তরুণী”
Comments are closed.