ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই মাসের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- ফরিদপুরে জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া গ্রামের দাউদ মন্ডলের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫),
নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে দুই মাসের শিশু সামি ও রাজবাড়ীর পাংশা উপজেলার কামাল শেখের স্ত্রী সাজেদা বেগম (৪০)।
ডা. মো. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১১০ জন রোগী।
বর্তমানে হাসপাতালটিতে ৩৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৯৩ জন রোগী।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন।
হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।
মারা যাওয়া ব্যক্তিরা ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
১২ হাজার ৩১৪ জন। এদের মধ্যে ১১ হাজার ৪৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন :
3 Replies to “ফরিদপুরে ডেঙ্গুতে দুই মাসের শিশুসহ ৩ জনের মৃত্যু”
Comments are closed.