ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়’    গাজীপুরে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত    বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি    হরতাল-অবরোধের জন্য প্রস্তুত থাকেন: গয়েশ্বর    আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন    ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস    বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২    ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ    রাজ কে তালাকনামা পাঠিয়েছেন পরী    কম খরচের বিয়ে টেকে বেশিদিন, গবেষণা যা বলে    সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস    গোমস্তাপুরে ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন    হাতিয়ায় জোয়ারের স্রোতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ    কমছেনা ডিমের দাম, দিশেহারা সাধারণ মানুষ    নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার

ফ্যাশনের জন্য আলোচিত ও বিতর্কিত মুখ হিসেবে পরিচিত উরফি জাভেদ। অদ্ভুত সব বাহারি রঙ-ঢঙের পোশাক পরিধানের জন্য সব সময়ই সংবাদের শিরোনামে থাকেন তিনি। তবে এবার শিরোনম হলেন একদম ভিন্ন কারণে। উরফি নিজের চোখের নিচের কালো দাগ দূর করতে ‘ফিলার’ করিয়ে বিপাকে পড়েছেন এই মডেল।

এ নিয়ে উরফির ভাষ্য, নিজেকেই এখন চিনতে পারছেন না তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছেন,

‘আমার চোখের নিচে ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই এই ফিলার করাই।

কিন্তু এখন মুখটা জঘন্য লাগছে। নিজের দিকে তাকাতে পারছি না। মেকআপেও যেন ঢাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন করলাম!’

উরফীর সেই ছবি দেখে চমকে উঠেছেন অনুরাগীরাও। চোখ ফুলে উঠেছে। লাল হয়ে আছে।

কেউ কেউ প্রশ্ন করেছে,

‘আগেই তো ঠিক ছিলেন, কেনো এমন করতে গেলেন? কারো মন্তব্য, ‘এখন দেখতে বিশ্রি লাগছে।’

উল্লেখ্য, ২০১৬ সালে ‘বাড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি।

তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন:

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

%d bloggers like this: