চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকনছড়া সড়কে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার সময় সাজ্জাদ হোসেন (২৭) নামে রামগড় থানার এক পুলিশ কনস্টেবলকে আটক করেছেন স্থানীয় জনতা।
বুধবার আটকের পর ৭৪ বোতল ফেনসিডিলসহ কনস্টেবলকে বাগানবাজার ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়।
এ সময় দাদমারা বেতুয়ার সুমন নামে মাদক বিক্রেতা ও অপর এক কনস্টেবল পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
আটক কনস্টেবল সাজ্জাদ হোসেন নাটোর জেলার বরাইগ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন,
রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে পরিষদে হস্তান্তর করেন স্থানীয়রা।
পরে তিনি পুলিশকে খবর দিলে আটক ব্যক্তিকে ফেনসিডিলসহ পুলিশ নিয়ে যায়।
এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, কনস্টেবল সাজ্জাদ মঙ্গলবার রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত নাই।
মাদক নিয়ে আটকের বিষয়ে অফিসিয়ালি তিনি কিছু জানেন না।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক রয়েছে; যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,
এর আগে গত ১৫ অক্টোবর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে
৯৩ বোতল ফেনসিডিলসহ খাগড়াছড়ির রামগড় থানার পুলিশ কনস্টেবল আশরাফুল হাসান তারভীরকে (২৬) দুই সহযোগীসহ গ্রেফতার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আরও পড়ুন :
3 Replies to “ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক”
Comments are closed.