ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   শেখ হাসিনা ৭৭ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল    ‘এখন আর নীরব থাকার সুযোগ নাই’ : মির্জা ফখরুল    দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ

নিত্যদিনের রূপচর্চায় ব্যবহৃত নানা ধরনের প্রসাধনীগুলো অতিরিক্ত গরমে আমরা যেমন নাজেহাল হয়ে যাই, তেমনি প্রসাধনীরও হয় বেহাল দশা, এমনকি এসব জিনিসের মেয়াদ থাকা সত্ত্বেও সব প্রসাধনী আর ব্যবহারযোগ্য থাকে না।

প্রসাধনী শুধু ব্যবহার করলেই হবে না, জানতে হবে এসব পণ্য সংরক্ষণের পদ্ধতিও।

এরই মধ্যে কিছু প্রসাধনী রয়েছে যেগুলো ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। চলুন জেনে নিই ফ্রিজে রাখলে কোন প্রসাধনীগুলো বেশিদিন ভালো থাকে–

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। বিশেষ করে ত্বক রোদে পুড়ে গেলে কিংবা

প্রসাধনী

ত্বকে অ্যালার্জির সমস্যা থাকলে ঠান্ডা অ্যালোভেরা জেল দিতে পারেন। এতে অনেকটা কমে আসবে ত্বকের সমস্যা।

ক্রিম/মশ্চেরাইজার

নাইট ক্রিম, ডে ক্রিম কিংবা আই ক্রিমের মতো প্রসাধনীও ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে।

এছাড়া ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলাভাব দূর করতে সাহায্য করে।

গরমে ফ্রিজে রাখা এসব মুখে ব্যবহৃত ক্রিম/মশ্চেরাইজার ব্যবহারে ত্বকে ঠান্ডা অনুভূতি দেয়। এতে বেশিক্ষণ আপনি সতেজ থাকবেন।

টোনার

আপনি যদি নিয়মিত টোনার ব্যবহার করেন, তাহলে অবশ্যই টোনারের বোতলটি ফ্রিজে রাখুন।

প্রসাধনী

এই ধরনের প্রসাধনীগুলো ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। এছাড়া মনে রাখবেন, ঠান্ডা টোনার দিয়ে মুখ পরিষ্কার করলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

লিপস্টিক

দীর্ঘদিন লিপস্টিক ভালো রাখতে চাইলে অবশ্যই তা ফ্রিজে রাখুন।

প্রসাধনী

এতে লিপস্টিকের মধ্যে থাকা প্রাকৃতিক তেল অনেক দিন ভালো থাকে। এ ছাড়া লিপস্টিকের রংও এক রকম থাকে।

নেইলপলিশ

নেইলপলিশ অবশ্যই ফ্রিজে রাখুন। বাইরে রাখলে অনেক সময়ে গরমে নেইলপলিশ জমাট বেঁধে যায়।

প্রসাধনী

কিন্তু ফ্রিজে রাখলে তা হবে না। এছাড়া লাগানোর পর নখেও থাকবে বেশি দিন।

এনএএন টিভি


One Reply to “ফ্রিজে সংরক্ষণ করলে যেসব প্রসাধনী ভালো থাকে বেশিদিন!”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

%d bloggers like this: