নিত্যদিনের রূপচর্চায় ব্যবহৃত নানা ধরনের প্রসাধনীগুলো অতিরিক্ত গরমে আমরা যেমন নাজেহাল হয়ে যাই, তেমনি প্রসাধনীরও হয় বেহাল দশা, এমনকি এসব জিনিসের মেয়াদ থাকা সত্ত্বেও সব প্রসাধনী আর ব্যবহারযোগ্য থাকে না।
প্রসাধনী শুধু ব্যবহার করলেই হবে না, জানতে হবে এসব পণ্য সংরক্ষণের পদ্ধতিও।
এরই মধ্যে কিছু প্রসাধনী রয়েছে যেগুলো ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। চলুন জেনে নিই ফ্রিজে রাখলে কোন প্রসাধনীগুলো বেশিদিন ভালো থাকে–
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। বিশেষ করে ত্বক রোদে পুড়ে গেলে কিংবা
ত্বকে অ্যালার্জির সমস্যা থাকলে ঠান্ডা অ্যালোভেরা জেল দিতে পারেন। এতে অনেকটা কমে আসবে ত্বকের সমস্যা।
ক্রিম/মশ্চেরাইজার
নাইট ক্রিম, ডে ক্রিম কিংবা আই ক্রিমের মতো প্রসাধনীও ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে।
এছাড়া ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলাভাব দূর করতে সাহায্য করে।
গরমে ফ্রিজে রাখা এসব মুখে ব্যবহৃত ক্রিম/মশ্চেরাইজার ব্যবহারে ত্বকে ঠান্ডা অনুভূতি দেয়। এতে বেশিক্ষণ আপনি সতেজ থাকবেন।
টোনার
আপনি যদি নিয়মিত টোনার ব্যবহার করেন, তাহলে অবশ্যই টোনারের বোতলটি ফ্রিজে রাখুন।
এই ধরনের প্রসাধনীগুলো ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। এছাড়া মনে রাখবেন, ঠান্ডা টোনার দিয়ে মুখ পরিষ্কার করলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।
লিপস্টিক
দীর্ঘদিন লিপস্টিক ভালো রাখতে চাইলে অবশ্যই তা ফ্রিজে রাখুন।
এতে লিপস্টিকের মধ্যে থাকা প্রাকৃতিক তেল অনেক দিন ভালো থাকে। এ ছাড়া লিপস্টিকের রংও এক রকম থাকে।
নেইলপলিশ
নেইলপলিশ অবশ্যই ফ্রিজে রাখুন। বাইরে রাখলে অনেক সময়ে গরমে নেইলপলিশ জমাট বেঁধে যায়।
কিন্তু ফ্রিজে রাখলে তা হবে না। এছাড়া লাগানোর পর নখেও থাকবে বেশি দিন।
One Reply to “ফ্রিজে সংরক্ষণ করলে যেসব প্রসাধনী ভালো থাকে বেশিদিন!”
Comments are closed.