ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়’    গাজীপুরে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত    বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি    হরতাল-অবরোধের জন্য প্রস্তুত থাকেন: গয়েশ্বর    আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন    ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস    বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২    ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ    রাজ কে তালাকনামা পাঠিয়েছেন পরী    কম খরচের বিয়ে টেকে বেশিদিন, গবেষণা যা বলে    সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস    গোমস্তাপুরে ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন    হাতিয়ায় জোয়ারের স্রোতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ    কমছেনা ডিমের দাম, দিশেহারা সাধারণ মানুষ    নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুৃলাই) মধ্যরাতে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,

‘রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৩-২২৮২) উপজেলার খেজুরতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিল।’

‘এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী অপর একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন।’

নিহতদের সঠিক পরিচয় পাওয়া না গেলেও তারা শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও চালকের সহকারী বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর, বনপাড়া ও আহমেদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।

নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম জানান,

‘নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলী পরিবহণের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারের সহযোগিতায় নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

%d bloggers like this: