সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হতে না হতেই ব্যস্ততা শুরু হয়েছে জুনিয়র সাফ টুর্নামেন্টের। মূল টুর্নামেন্ট শেষের দুই সপ্তাহ পর শনিবার (২২ জুলাই) সাফ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাফুফে ভবনে চূড়ান্ত হয়েছে দুই টুর্নামেন্টের গ্রুপিং। ফিফার নিষেধাজ্ঞার মধ্যে থাকায় জুনিয়র সাফেও অংশ নিতে পারছে না শ্রীলঙ্কা।
তাই ছয় দল নিয়েই হচ্ছে এই দুই টুর্নামেন্ট। ড্র অনুযায়ী, অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে পড়েছে।
অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও নেপাল।
আর অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও ভুটান। দুই টুর্নামেন্টেই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে।
দুটি ড্র-ই হয়েছে একইভাবে। অংশগ্রহণকারী ছয়টি দলকে তিনটি পটে রাখা হয়।
প্রথম পটে টুর্নামেন্টের স্বাগতিক এবং ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারী দল। দ্বিতীয় ও তৃতীয় পটে র্যাঙ্কিং অনুসারে দু’টি করে দল। বাংলাদেশ দুই টুর্নামেন্টেই তৃতীয় পটে ছিল।
১-১০ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২১-৩০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে হবে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট।
বাফুফে ভবনে অনুষ্ঠিত সাফ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
আরও পড়ুন:
- ডেঙ্গু আক্রান্তের বয়সসীমা ২০ থেকে ৪০ বছর
- চার মাসের শিশুর লাশ উদ্ধার
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস উল্টে একজনের প্রাণহানি
- সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস
- পরবর্তী কর্মসূচি নিয়ে ১২ দলের জোটের সঙ্গে বিএনপির বৈঠক
- যাত্রীবাহী বাস উল্টে ১৭ জনের মৃত্যু
- ‘দেশকে বাঁচালাম, তবে স্ত্রীকে বিবস্ত্র করে হাঁটানো থেকে বাঁচাতে পারি নি’
- তৃতীয় ম্যাচে সেঞ্চুরিতে ফারজানার ইতিহাস
- বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় ৭৫বছর পূর্তি প্লাটিনাম জুবিলী’তে শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব