রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরের সামনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপ এবং অ্যাডভোকেট লিয়াকত আলী ও হারুন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে,
পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জেলা বিএনপির আহব্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপ দলীয় কার্যালয়ে জমায়েত হয়।
খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের সময় লিয়াকত-হারুন গ্রুপের কর্মীরা তাদের বাধা দেয়।
এ সময় দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।
জেলা বিএনপির আহব্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন,
‘আমরা গত কয়েকদিন ধরে দুই গ্রুপ আলোচনা করছি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে তা দূর করর জন্য।’
‘আজ সকালে আমাদের অফিসে ঢোকার পথে আওয়ামী লীগ অফিসের সামনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।’
‘কে বা কারা ঘটিয়েছে? কাদের সংঙ্গে ঘটেছে সেটা জানা যায়নি।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন,
‘পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন।’
আরও পড়ুন:
- যমুনার পানি ছুঁয়ে ফেলেছে তাজমহলের দেয়াল
- হিরো আলমের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের টুইট
- ডিম ভালো নাকি পঁচা, চিনে নিন এক চুটকিতে!
- ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আরাফাত
- নির্বাচন বয়কট করলেন হিরো আলম
- নারী চিকিৎসককে গ্রেফতার প্রতিবাদ; চট্টগ্রামে প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধ
- গাবতলী বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু বিএনপির
- হিরো আলমের ওপর হামলার বিষয়টি এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে
One Reply to “বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; আহত ১৫”
Comments are closed.