বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে। তবে স্বাগতিক হিসেবে এখনও মাঠে নামা হয় নি ভারতের।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ভারতের মাটিতে পর্দা উঠেছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের।
আগামী রবিবার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত।
তার আগেই দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিলকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ভারতীয় এই ওপেনার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে খবর দেশটির গণমাধ্যমের।
এ কারণে নিজেদের প্রথম ম্যাচে গিলকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,
অস্ট্রেলিয়ার বিপক্ষে গিল খেলতে পারবেন কি না তা জানা যেতে পারে আজ (শুক্রবার)। এদিন আরও একবার পরীক্ষা করা হবে।
তারপরই ঠিক করা যাবে যে, আদৌ শুভমান খেলবেন কি না। তরুণ ওপেনার এবারের বিশ্বকাপের আগে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন।
তার ওপর ভরসা রাখছে দল। এমন অবস্থায় এই ওপেনার খেলতে না পারলে বড় ধাক্কা খাবে ভারত।
চলতি বছরটা বাইশগজে স্বপ্নের মতো কাটছে শুভমান গিলের। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় এ ওপেনার।
তবে প্রথম ম্যাচে যদি একান্তই খেলতে না পারেন, তাহলে রোহিত শর্মার সঙ্গে উদ্বোধনীতে দেখা যেতে পারে ঈশান কিষানকে।
চোট সারিয়ে বিশ্বকাপ দলে ফেরা উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে।
বিশ্বকাপের প্রথম ম্যাচেও টিম ম্যানেজমেন্টের ব্যাক-আপ ওপেনার হিসেবে থাকতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের।
তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসেবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।
ভারতীয় ক্রিকেটের আগামী দিনের বড় তারকা ভাবা হচ্ছে শুভমান গিলকে। ওয়ানডে ক্রিকেটে বছর চারেক আগে অভিষেক হয় তার। এর মধ্যে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি।
ছ’টি সেঞ্চুরি রয়েছে এই ফরম্যাটে। রান করেছেন হাজার দুইয়ের কাছাকাছি। ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমান।
বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
আরও পড়ুন :
2 Replies to “বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগেই বড় দুঃসংবাদ ভারতের”
Comments are closed.