বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিভিলসার্জনের অফিস চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে জলাতঙ্ক আর মৃত্যু নয়, সবার সাথে সমন্বয় শীর্ষক এক আলোচনাসভা সিভিলসার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলার সিভিল সার্জন ডাক্তারম্মদ রায়হানুজ্জামান সরকার এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মহির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ, মেডিক্যাল অফিসার ডাক্তার আশীষ কুমার,সিনিয়র স্বস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী রাখেন।
এ সময় বিএমএ নওগাঁ জেলা কমিটির সভাপতি ডাক্তার মো: হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।