ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী    মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া    দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী    ৭ম বারের মতো আ.লীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু,    খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল    রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ    অটোরিকশা থেকে নামিয়ে ২ যুবককে হাতুড়িপেটা    স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা    বিএনপির নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন    দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ    বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী    দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ    যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৭১    আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলনায়তনে ব্যবসায়ীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ইতালির মিলানে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স সঠিকভাবে প্রেরণ এবং ডিজিটাল হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণে সম্ভাব্য সকল ক্ষতিসমূহ তুলে ধরা হয়। এসব মাধ্যমে টাকা প্রেরণের কারণসমূহ ও তা সমাধানের লক্ষ্যে সরকারের করণীয় বিষয়সমূহ চিহ্নিত করতে রেমিট্যান্স প্রেরণকারী ও মানি ট্রান্সফারের ব্যবসায়ীদের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।

এ সময় প্রবাসীদের পক্ষ থেকে অর্থ প্রেরণে ফি মওকুফ, ওয়েজ আর্নার্স বন্ড এর সিলিং উঠিয়ে দেওয়া, বাংলাদেশের ব্যাংক সমূহে রেমিট্যান্স গ্রহণকারীদের দ্রুততম সময়ে টাকা প্রদান, ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানির এজেন্ট ব্যাংকিং চালু করা এবং প্রবাসীদের সঞ্চয় জমা রাখা ও প্রয়োজনে দেশে প্রেরণের জন্য বাংলাদেশ হতে তফসিলি যে কোনো ব্যাংকের শাখা ইতালিতে প্রতিষ্ঠার জন্য জোরালো আবেদন জানানো হয়।

সভায় কনস্যাল জেনারেল এম জে এইচ জাবেদ বলেন, সেবাগ্রহীতা প্রবাসীদের উন্নত কনস্যুলার সেবা প্রদানে কনস্যুলেট বদ্ধ পরিকর এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রবাসীদের সমস্যাসমূহ সমাধানে কনস্যুলেটের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। শেষে বৈধভাবে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্যে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য উত্তর ইতালি প্রবাসীদের আহ্বান জানান কনস্যাল জেনারেল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের শ্রম কনসাল সাব্বির আহমেদ, ভাইস-কনসাল এএসএম তাজ-উল-ইসলাম এবং জনতা ব্যাংক লিমিটেড এর সহকারী মহাব্যবস্থাপক মো. শাহাদৎ হোসেনসহ অনেকেই।

 


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।