ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘এখন আর নীরব থাকার সুযোগ নাই’ : মির্জা ফখরুল    দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ    বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

সম্প্রতি কোরিয়া পেননিসুলার কাছে আরো একটি মিসাইল ছোড়া যায় এমন একটি সাবমেরিন নিয়ে এসেছে আমেরিকা।

তারই জবাবে, জাপানের খুব কাছে সমুদ্রে দুইটি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া এবং জাপান দুই দেশই এই খবরের সত্যতা স্বীকার করেছে।

প্রায় ৪০০ কিলোমিটার অতিক্রম করেছে দুইটি মিসাইল। জাপান এবং কোরিয়ার মাঝে জাপান সাগরে গিয়ে পড়েছে মিসাইল দুইটি।

আমেরিকা এই ঘটনার নিন্দা জানিয়েছে।

গত বেশ কয়েকবছর ধরে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে।

মাঝে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কের উন্নতির চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা বেশিদিন কার্যকর হয়নি।

উত্তর কোরিয়া একের পর এক মিসাইল পরীক্ষা করে যাওয়ার ফলে আমেরিকা গত সপ্তাহে কোরিয়া সাগরে একটি সাবমেরিন মোতায়েন করেছে।

ওই সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যায়। তার উত্তরে ঠিক এভাবেই দুইটি ব্যালেস্টিক মিসাইল ছুড়ে প্রতিবাদ জানিয়েছিল উত্তর কোরিয়া। আবার সোমবার তা করা হলো।

বস্তুত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এখনো যুদ্ধে লিপ্ত উত্তর কোরিয়া। কারণ দুই দেশের মধ্যে কখনোই কোনো শান্তি চুক্তি সই হয়নি।

কিন্তু বাস্তবে যুদ্ধ বন্ধ করা গেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা কোরিয়া সাগরে একের পর এক সামরিক মহড়া করেছে।

যা নতুন করে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া এর তীব্র বিরোধিতা করেছে এবং একের পর এক মিসাইল নিক্ষেপ করেছে।

এবছর তথাকথিত যুদ্ধ জয়ের অনুষ্ঠান পালন করবে উত্তর কোরিয়া। তারা মনে করে ১৯৫৩ সালে দক্ষিণ কোরিয়াকে তারা যুদ্ধে হারিয়েছিল।

অনুষ্ঠান উপলক্ষে উত্তর কোরিয়ায় যেতে পারেন চীনের প্রতিনিধি দল। যদি তা হয়,

তা হলে কোরিয়া পেনিনসুলার রাজনীতি আরো জটিল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আরও পড়ুন :

 

 

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।