ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকায় মাইক্রোবাসের চাপায় বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান (৭৫) নিহত হয়।
তিনি ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকার মৃত নূরতাজ মোল্লার ছেলে।
সরাইল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, শফিক পায়ে হেটে মহাসড়ক পার হওয়ার সময় সিলেট গামী একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জেলার কসবায় মোটরসাইকেলের ধাক্কায় জসিম উদ্দিন (২৭) নামের এক সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে কসবা-আখাউড়া সড়কের কসবা পৌর এলাকার ফুলতলী হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার আদ্রা এলাকার বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সিপাহী পদে কর্মরত ছিলেন।
এই ঘটনায় উপজেলার শাহপুরের সুমন মিয়া নামের আরেকজন যুবক আহত হয়েছেন।
কসবা থানার পরিদর্শক ওসি তদন্ত আব্দুল বাছেদ জানান, জসিম উদ্দিন সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন।
সোমবার বিকেলে তিনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জসিম উদ্দিন মারা যান।
আরও পড়ুন :
- জয়পুরহাটে খালে মিলল কিশোরীর মরদেহ
- পুলিশ দম্পতিকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩
- আজ বিশ্ব নদী দিবস
- বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি
- রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট সেই শিশুটি বেঁচে আছে
- বৃষ্টির মধ্যে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪
- শ্রমিক লীগ নেতার নামে ধর্ষণের অভিযোগ নারীর, অতঃপর…
- বাংলাদেশে ৭০টি গুমের ঘটনা এখনো নিষ্পত্তি হয়নি : জাতিসংঘ
3 Replies to “ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা নিহত”
Comments are closed.