ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ‘এখন আর নীরব থাকার সুযোগ নাই’ : মির্জা ফখরুল    দুপুরে আমিন বাজারে বিএনপির সমাবেশ    দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!    চোর সন্দেহে চার নারী গ্রেফতার হয়েছে সাভারে    প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর    যে কারণে স্বামীকে ভাই ডাকা যাবে না    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ    মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মা-মেয়ের মারধর    শ্যালো মেশিনের পাখার সাথে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু    ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী    বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা    বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি,কান্নায় কান্নায় বুক ভেসে যায়: কাদের    ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের    গুগলের ২৫তম জন্মদিন আজ    বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘরে সাত নারীকে একাই কুপিয়ে জখম করলো মানসিক ভারসাম্যহীন এক যুবক। এ ঘচনায় আরজুদা বেগম (৭৫) নামে বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত নারী ভাদুঘর গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী।

এই ঘটনায় নারী-কিশোরীসহ আরও সাত জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

অপরদিকে, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ শিহাব (২৮) নামের ওই যুবককে আটক করেছে। ওই যুবক একই এলাকার জামাল মিয়ার ছেলে।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান,

‘শিহাব ভাদুঘর এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। গত কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।’

‘এরপর থেকে সে নারীদের দেখলে বা তাদের নাম শুনলে উত্তেজিত হয়ে আক্রমণ করতে আসে।’

‘সম্পূর্ণ নারী বিদ্বেষী মনোভাব তার। গত বছরও স্থানীয় কয়েকজন নারীকে কুপিয়ে আহত করে।’

‘মানসিক ভারসাম্যহীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বৃদ্ধাসহ কয়েকজন নারীকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।’

‘গুরুতর আহত অবস্থায় সবাইকে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে আরজুদা বেগম ঢাকা নেওয়ার পথে মারা যান।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,

‘খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করতে গেলে সে পুলিশের ওপরও হামলার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে।’

‘এ সময় সে পুলিশের সাথে ধস্তাধস্তি করে। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে থানায় আনা হয়।’

‘পরে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে পুলিশ তা তাৎক্ষণিক জানাতে পারেননি।’

‘বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

%d bloggers like this: