আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস সালাম
শাকিল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সমর্থকদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
দারুস সালাম শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি
এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় মিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি র্দীঘদিন যাবৎ দলের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছে। সাংগঠনিক ছাড়াও এলাকাতে সামাজিক কর্মকান্ড চালিয়ে বিরাট পরিচিতি রয়েছে।
এলাকাতে ভাল মানুষ হিসেবে সুনাম বিরাট রয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার
পরিক্ষিত ত্যাগী আর্দশের সৈনিক হিসেবে বিরাট পরিচিতি রয়েছে। দারুস সালাম শাকিল জানান,
গ্রুপং বিভাজনের অবসান ঘটিয়ে নরসিংদী সদর আসনের আওয়ামী লীগের সবাইকে একটা ছাতার নীচে নিয়ে আসতে চাই।
ঐতিহ্যবাহী নরসিংদীতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা,একটা সরকারি মেডিকেল স্থাপন,
একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা আর নরসিংদী পৌরসভাকে সিট করপোরেশনে উন্নীত করা আমার দীর্ঘদিন এর স্বপ্ন।
নরসিংদী সদর আসনকে আইটি বেইজড একটা স্মার্ট মডেলের শহরে রূপান্তর করতে চাই। আমাকে দলীয় মনোনয়ন দিলে এ আস থেকে বিজয় নিশ্চিত করতে পারবো।
আরও পড়ুন :
One Reply to “মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস”
Comments are closed.